ভুরুঙ্গামারীতে নতুন করে আরও ২ জন কোভিড আক্রান্ত ব্যক্তি হিসেবে সনাক্ত হলেন। এদের একজন ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, আরেকজন ভুরুঙ্গামারী সদরের গৃহবধূ।এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩০ জন।গত কাল (মঙ্গল বার) রাতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা এ এস এম সায়েম জানান, গত ১২/০৭/২০ তারিখে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।উপসর্গ দেখা দেয়ার সাথে সাথেই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে আক্রান্ত গৃহবধু সম্পুর্ণ উপসর্গবিহীন অবস্থায় ভালো আছেন। স্টাফ নার্সের অবস্থাও উন্নতির দিকে।এ পর্যন্ত ভুরুঙ্গামারী উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩০ জনের।মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩০ জন এবং সুস্থ হয়েছেন ১৮ জন।
১৯/০৭/২০২০।
Leave a Reply